ব্রম্মপুত্র নদ থেকে বেড়িয়ে ঝিনাই নদী যমুনায় পড়েছে। নয়ানগর ইউনিয়নের জালালপুর গ্রাম ছাড়িয়ে সাধুপুর ভাংগা ব্রিজ পেরিয়ে ঝিনাই নদীর উৎসমুখ জঙ্গলদি বহিরচড় বা মেলান্দহ উপজেলার পাচ নম্বর চর। উত্তরের দিগন্ত ছুয়ে দেখা যায় মেঘালয়ের গারো পাহাড়। উত্তরের গাড়ো পাহাড় থেকে দশআনী নদী এসে পড়েছে ব্রম্মপুত্র নদের উপর। আর ব্রম্মপুত্র নদের দক্ষিন পাড় ভেঙে এখানেই উৎসারিত হয়েছে ঝিনাই নদী। সূর্যোদয়ে এবং সূর্যাস্তে এ নির্জন নিসর্গ হয়ে ওঠে নয়নাভিরাম পর্যটন স্বর্গ। সব মিলিয়ে শহর থেকে ১০ কি.মি. এর পথ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS