স্কাউটস | বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় এর অধীনস্ত একটি স্বেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক, শিক্ষামুলক আন্দোলন।বাংলাদেশ স্কাউটস মেলান্দহ উপজেলা, উপজেলা পর্যায়ে সকল স্কাউটিং প্রোগ্রাম ও প্রশিক্ষণ বাস্তবায়ন করে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কাউটের কার্যক্রম তদারকি করে। বিদ্যালয়ের স্কাউট ফি আদায় ও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুদান থেকে এর ব্যয় নির্বাহ হয়।
মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় |
সেবাসমূহ | *নতুন স্কাউট দল খোলা |
সিটিজেন চার্টার | স্কাউটিং সংক্রান্ত সকল সেবা বিনা পয়সায় দেওয়া হয়। |
গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ | ক্লাবিং সম্প্রসারন প্রকল্প (বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ স্কাউটসের |
নির্বাহী কমিটি | বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়মের ১৯৪ ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যদের নিয়ে ৩ বছরের জন্য উপজেলা স্কাউটসের নতুন নির্বাহী কমিটি গঠিত হবে। ১। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (পদাধিকার বলে) ২। সহ-সভাপতি অনধিক ৫ জন নির্বাচিত ৩। উপজেলা স্কাউটস কমিশনার কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত ৪। কোষাধ্যক্ষ ১ জন নির্বাচিত ৫। উপজেলা সহকারী কমিশনার অনাধিক ৭ জন কমিশনার মনোনয়ন দিবেন ৬। সম্পাদক ১ জন নির্বাচিত (স্কাউট শাখা হতে) ৭। যুগ্ন-সম্পাদক ১ জন নির্বাচিত (কাব স্কাউট শাখা হতে) ৮। উপজেলা স্কাউট লিডার ১ জন, কমিশনার কর্তৃক সুপারিশকৃত (স্কাউট শাখায় উডব্যাজার) ৯। উপজেলা কাব স্কাউট লিডার ১ জন, কমিশনার কর্তৃক সুপারিশকৃত (কাব স্কাউট শাখায় উডব্যাজার) ১০।এল.টি./ এ.এল.টি. উপজেলার সকল এল.টি./ এ.এল.টি. (পদাধিকার বলে সদস্য) ১১। জেলার দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা ১ জন (পদাধিকার বলে) ১২। উপজেলা শিক্ষা অফিসার/ মাধ্যমিক শিক্ষা অফিসার ২ জন (পদাধিকার বলে) ১৩। গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি ৪ জন (প্রাথমিক বিদ্যালয়ের ২জন ও মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসার ২জন প্রধান শিক্ষক) ১৪। সহযোজিত সদস্য- ২ জন |
উপজেলা স্কাউটসের সাথে জড়িত ব্যক্তিবর্গ | ১। জনাব আলহাজ কিসমত পাশা কমিশনার, বাংলাদেশ স্কাউটস, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান, নাংলা ইউনিয়ন মেলান্দহ, জামালপুর ০১৭১২১২৫১৫৫ |
২। জনাব মোহন তালুকদার সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, মেলান্দহ উপজেলা প্রধান শিক্ষক, উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজ মেলান্দহ, জামালপুর ০১৭১৭২০৬৭৭৫ | |
৩। জনাব মোঃ মাহফুজুল আলম (মুক্তা) উপজেলা কাব লিডার, বাংলাদেশ স্কাউটস, মেলান্দহ উপজেলা প্রধান শিক্ষক(ভার) খাশিমারা সঃ প্রাঃ বিঃ, মেলান্দহ, জামালপুর। মোবাইলঃ
৪। জনাব মোঃ আবুল কালাম আজাদ উপজেলা স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস, মেলান্দহ উপজেলা প্রধান শিক্ষক(ভার) খাশিমারা সঃ প্রাঃ বিঃ, মেলান্দহ, জামালপুর। মোবাইলঃ | |
যোগাযোগের ঠিকানা
গুরুত্বপূর্ণ লিংক | মোঃ হাসান আলী সহযোজিত সদস্য বাংলাদেশ স্কাউটস, মেলান্দহ উপজেলা উপজেলা আইসিটি টেকনিশিয়ান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মেলান্দহ মোবাইল নং- ০১৭১৩৫০৬৯৮২ ই-মেইলঃ scouterhasan@gmail.com
১. বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস