উপজেলা পরিষদ ভবন। ১৯২৫ সালের ২১ মে মেলান্দহ থানা হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৮৩ সালের ১৫ এপ্রিল উপজেলায় উন্নীত হয়। এ উপজেলার নাম করণ বিষয়ে সুনিশ্চিতভাবে কোন কিছু জানা যায়নি। তবে অতীতে অনেক খাল এবং বিল ছিল এখানে এবং এরই ধারাবাহিকতায় এর নাম হয়েছে মেলান্দহ। ‘মেলা’ মানে অনেক বা প্রচুর আর ‘দহ’ মানে বিল। এটিই সাধারণভাবে গ্রহণযোগ্য যে, মেলান্দহ নামটি এই ‘মেলা’ ও ‘দহ’ শব্দদ্বয় থেকেই হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস