Thursday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ এ ১২:৫৬ PM

বার্তা

কন্টেন্ট: পাতা

মেলান্দহ উপজেলার পোর্টালে আপনাকে স্বাগতম। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রচেষ্টায় এই উপজেলার তথ্য বাতায়ন আমাদের নতুন সংযোজন এবং অপেক্ষাকৃত দারিদ্র পীড়িত এই অঞ্চলের জন্য গর্বের বিষয়ও বটে। উপজেলার বিভিন্ন তথ্য; উপজেলা পরিষদ, প্রশাসন, বিভিন্ন বিভাগের নানা তথ্যাবলী এবং শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নানা বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে এ বাতায়ন সাজানোর চেষ্ট করা হয়েছে। সেবা প্রার্থীগণ যাতে এখান থেকে কাঙ্খিত ই-সেবা এবং চাহিদামত তথ্য পেতে পারেন সেজন্য জেলা প্রশাসনের ই-তথ্য সেবার সেবাধর্মী লিংকটি এখানে সংযোজন করা হয়েছে। ব্যবহারকারীগণ যাতে তাদের জ্ঞানপিপাসা মেটাতে পারেন সেজন্য যথাসম্ভব প্রয়োজনীয় ও গুরুতবপুর্ণ সকল বিষয় সংযোজন করা হয়েছে। কোন বিষয়ে মতামত, গঠনমূলক সমালোচনা কিংবা সুপারিশ থাকলে  unomelandah@mopa.gov.bd  এই ঠিকানায় ই-মেইলে পাঠানোর অনুরোধ রইল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এবং সেবা ও তথ্যকে জনগণের স্বচ্ছ, সহজলভ্য ও সস্তা করার সরকারী এ উদ্যোগে  আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

মেলান্দহ, জামালপুর।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন