কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ এ ১২:১৮ PM
কন্টেন্ট: পাতা
পূর্বে গরু ও মহিষের গাড়ীতে এবং ঘোড়ায় চড়ে চলাচল হতো। এখন কাঁচা সড়ক পথে ঘোড়ার গাড়ী, রিক্সা-ভ্যান, পাকা সড়ক পথে মোটর সাইকেল বাইক, প্রাইভেট কার, কোচস্টার, জীপ, মাইক্রো, বাস/সি.এনজি গাড়ী যোগে যাতায়াত করা যায়। নদী পথে ইঞ্জিন চালিত নৌকায় যাতায়াত করা যায় অবশ্য নদী নাব্য থাকলে। ঢাকার কমলাপুর থেকে রেলযোগে এবং মহাখালি থেকে বাসযোগে মেলান্দহ আসা যায়। জামালপুর সদর থেকে বাস, রেল এবং অন্যান্য যানবাহন যোগে মেলান্দহ আসা যায়।